ঝিনাইদহ প্রতিনিধি: ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, প্রেসক্লাব সভাপতি এম রায়হানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা, দ্বিতীয় পর্যায়ের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। কর্মশালা থেকে জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।