জীবননগর ব্যুরো: জীবননগরে মোবাইলকোর্টে এক মাদকসেবীকে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বুধবার শহরের আঁশতলাপাড়ার মাদকসেবী কবির হোসেনকে (৪০) প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা এ মোবাইলকোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর শহরের আঁশতলাপাড়ার মজিবর রহমানের ছেলে কবির একজন মদকসেবী। প্রায়শ সে মাদক গ্রহণ করে এলাকার পরিবেশকে কলুষিত করে আসছিলো। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সেখানেই পরিচালনা করা হয় মোবাইলকোর্ট। মোবাইলকোর্টে দোষ স্বীকার করায় বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ এর ৭ ধারার ১১ (গ) মতে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।