জীবননগরে বাসের ধাক্কায় করিমন চালকসহ ৪জন আহত

স্টাফ রিপোর্টার: জীবননগরের শিয়ালমারী হাটের অদূরে বাসের ধাক্কায় করিমন চালকসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার সুলতানপুর মাঝেরপাড়ার আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৪০) একই এলাকার ওলি শেখের ছেলে রিন্টু (৩৫), হবিবরের ছেলে পিয়াস (২০) ও পারকেষ্টপুর এলাকার মরিমন চালক। গতকাল বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হলে মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার জীবননগর বাসস্ট্যান্ডে কাঁচামাল রেখে তিন চাষি করিমনযোগে দর্শনার সুলতানপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের শিয়ালমারী হাটের অদূরে পৌঁছুলে পিছন দিক থেকে একটি বাস করিমনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় করিমন চালকসহ ৪জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে মনিরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। রিন্টু, পিয়াস ও করিমন চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।