সরোজগঞ্জ প্রতিনিধি: আমল ২০১৭-১৮ মরসুমে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ খাদ্যগুদামে খাদ্য কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী খাদ্য কেনার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা চাতাল মিল মালিক সমিতির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মিল চাতাল ব্যবসায়ী জুয়েল রানা, সরোজগঞ্জ ভাই ভাই রাইচ মিলের মালিক ইব্রাহিম হোসেন, হাজি মির কাশেম, সরোজগঞ্জ গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা জেলা চাতাল মিল মালিক সমিতির সভাপতি হাজি আব্দুল্লা শেখ বলেন সকরারিভাবে চুয়াডাঙ্গা জেলা থেকে ১৩শ’ মে.টন চাল ক্রয় করবে, তিনি আরও বলেন বাজারে ধানের দাম অনেক বেশি, তারপরেও ৩৯ টাকা কেজি দরে সরকারি মূল্যে মিলার চাল দিচ্ছে। এতে করে অনেক মিলারের লোকসান হবে তাতেও সরকারের বরাদ্ধকৃত ১৩শ’ মে.টন চাল মিলার দিবে এ আশা রাখি। তিনি আগামীতে ধানের দামের কথা বিবেচনা করে সরকারিভাবে চালের মূল্য নির্ধারণ করার জন্য সরকারের নিকট দাবি জানান।