ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুর শহরে পাঁচিল ধসে ৩ বছর বয়সী আভা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আভা শহরের বানিয়াপাড়ার আনোয়ার হোসেনের একমাত্র সন্তান। মেয়েকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টায় আভা ও কয়েকটি শিশু প্রতিবেশী মেজবাহ আহমেদ টুটুলের বাড়ির পাঁচিলের পাশে খেলা করছিলো। এ সময় পাঁচিলের এক অংশ ভেঙে আভা’র গায়ের ওপর পড়ে। প্রতিবেশীরা শিশু আভাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পরপরই কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহা দুর্ঘটনাস্থলে যান।