আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের আবু বকর মেম্বারের বাড়িতে মেম্বারের ছেলে তার বন্ধুদের সাথে নিয়ে মাদকসেবনের আড্ডা চালাচ্ছে। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান থানা পুলিশকে নির্দেশ দেন ঘটনাস্থলে অভিযান পরিচালনার। নির্দেশ মোতাবেক আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত ১০টার দিকে আবু বকর মেম্বারের বাড়ি থেকে মাদকসেবন অবস্থায় ৩ মাদকসেবীকে আটক করে। সে সময় তাদের নিকট থেকে মাদকসেবনের সরঞ্জামও উদ্ধার করে। আটক মাদকসেবী ৩ জন হলো হারদী গ্রামের আবু বকরের ছেলে আব্দুল্লাহ (২২), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে জান্নাত ও মনোয়ার হোসেনের ছেলে তারেক (২০)।
এদিকে, ৩ মাদকসেবীকে নিয়ে পুলিশ আলমডাঙ্গা রেলস্টেশনে পৌঁছুলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। তিনি রেলস্টেশন এলাকায় উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সকলকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করে দ-াদেশপ্রাপ্ত ৩ মাদকসেবী বাড়ি ফেরে।