মেহেরপুর অফিস: আজ থেকে মেহেরপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।
ইজতেমা কমিটির আমির আব্দুল বাকি জানান, ইজতেমা উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে কয়েকশ’ টয়লেট। পৌরসভার সহায়তায় সরবরাহ করা হচ্ছে পানি। দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দিয়েছেন মুসল্লিরা। আগামী শুক্রবার হাজার হাজার মানুষ জুম্মার নামাজ আদায় করবেন। বিদেশি মেহমানদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ ইজতেমা।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তেরি করা হয়েছে। যেখানে পুলিশের টহলটিম থেকে শুরু করে শাদা পোশাকে পুলিশ কাজ করবে। এছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের জানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে ট্রাফিকিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশ তড়িৎ ব্যবস্থা নিবে।