মেহেরপুর অফিস: শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ওই শিক্ষক সমাবেশ করা হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আলমগীর হোসেন, মাওলানা দেলোওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, শিক্ষক নেতা ফাতেমা আক্তার হেনা, রোকেয়া চৌধুরী বেবি, সেলিম মিয়া, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম, সেলিম ভূঁইয়া মুক্তি পরিষদের সভাপতি জাভেদ চৌধুরী, সদস্য সচিব পারভেজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পদে নয়, পথেই মুক্তি’ নেতাকর্মীদের রাজপথে নেমে এসে ফ্যাসিবাদ সরকারে বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন বলেন, অবিলম্বে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তি দেয়া না হলে সত্বর বৃহৎ আন্দোলন ঘোষণা দেয়া হবে।