স্টাফ রিপোর্টার: সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় পাওয়া গেছে। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিব আহমেদ জানান আজ রাত ১২টায় কে-বা কারা উৎপলেকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তার সঙ্গে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন। পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ১০ অক্টোবর নিখোঁজ হন।