রাস্তার পাশে রাখা অটোর রড চোখে গেঁথে মোটরসাইকেল আরোহী নিহত

ভাতিজার সাথে জিলেপি কিনতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা বাসটার্মিনালের অদূরে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: রাস্তার পাশের ওয়ার্কসপে মেরামতের জন্য রাখা অটোর বের হয়ে থাকা রড চোখে গেঁথে প্রাণ হারিয়েছেন চা দোকানি চাঁদ আলী (২৮)। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা বাসটার্মিনালের অদূরবর্তী চেম্বার ভবনের নিকট এ দুর্ঘটনা ঘটে। পাশেই তার চা দোকান। আজ বুধবার সকালে তার নিজ গ্রাম নূরনগরের কবরস্থানে দাফন করার কথা। সে হাবিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চা দোকানি চাঁদ আলী তার ভাতিজা টিটুর মোটরসাইকেলের পেছনে ওঠেন। মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক টলতে টলতে রাস্তার পাশে মেরামতের জন্য রাখা অটোর সাথে ধাক্কা মারে। অটোর বের হয়ে থাকা রড বিদ্ধ হয় মোটরসাইকেল আরোহী চা দোকানি চাঁদ আলীর ডান চোখে। রড বের করতেই চোখের মণিসহ মগজও যেন বের হয়ে আসে। তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে বেলা পৌনে ২টার দিকে মৃত্যুরকোলে ঢুলে পড়েন চাঁদ আলী। লাশ নেয়া হয় তার বাড়ি নূরনগর। এ সময় নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
পরিবারের সদস্যরা বলেছে, বাড়ির এক শিশুর জন্মদিন উপলক্ষে মিলাদের জন্য চাঁদ আলীর ভাবি তাকে ফোন করে কিছু জিলেপি কিনে বাড়ি পাঠানোর জন্য বলেন। এরপরই চাঁদ আলী তার ভাতিজা টিটুর মোটরসাইকেলযোগে রেলবাজারের উদ্দেশে রওনা হন। রেলবাজার থেকে জিলেপি কেনার কথা ছিলো। মোটরসাইকেলে উঠতে না উঠতেই চাঁদ আলী তার দোকানের অদূরেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। ওর দু’বছর বয়সী একমাত্র ছেলে নীরব তার পিতার আদর বুঝতে না বুঝতেই হলো এতিম।