নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরসভা ভিত্তিক কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষন

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরসভা ভিত্তিক কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক দু’দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। আঞ্চলিক সমন্বয়কারী (সিএম) শাহাদাৎ হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী (নগর কল্পনা) দেবাশীষ চক্রবর্তী, কমিউনিটি পার্টিসিপিশন সোশালিষ্ট মুহিবুর রহমান নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের প্রশিক্ষন দেন। এ প্রকল্পে পৌর এলাকায় গৃহস্থালী পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও ব্যবস্থাপনায় জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় উদ্যোগে কঠিন বর্জ্য, গৃহস্থালী, বাণিজ্যিক, প্রতিষ্ঠানিক, হাসপাতাল, ক্লিনিক ও রাস্তার আর্বজনা পৌরসভা সংগ্রহ করে একটি নির্দিষ্ট জায়গায় জমা করা। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও নাগরিকদের মধ্য পারস্পারিক যোগাযোগ প্রতিষ্ঠিত করা, পৌর অবকাঠামো ও সেবা সম্পর্কিত সমস্যা সমাধানের উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।

Leave a comment