ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে একটি ইজিবাইকে ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের সুনিল দাসের ছেলে শ্রী স্বপন ও তার ভাই শ্রী সুমন দাস ও একই উপজেলার মহাদেবপুর গ্রামের অনিল দাসের ছেলে কানু দাস। ঝিনাইদহ র্যাব-৬ এর এএসপি গোলাম মোর্শেদ গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সোর্স মারফত গোপন সংবাদ পেয়ে এ ৩ মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হবে।