স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা গতকাল সম্পন্ন হয়েছে। গতপরশু ও গতকাল দেশের এই ফাউন্ডেশনভুক্ত শিশু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। চুযাডাঙ্গার মোট ৩৩টি শিশু শিক্ষালয়ের ৮৫৫ শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১২টি শিশু বিদ্যালয়ের ২৯৪ শিক্ষার্থী, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী, দামুড়হুদা পাইলট স্কুল কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১৩৮ শিক্ষার্থী, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২টি বিদ্যালয়ের ৩১৩ শিক্ষার্থী অংশ নেয়।