আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় স’মিল শ্রমিকের হাতের আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় স’মিলে কাঠ চেরায় করতে গিয়ে হাতের আঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হলো স’মিলের শ্রমিক মিনারুল ইসলামের। সে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বনানীপাড়ার আখতার আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী অন্যান্য কাঠ চেরায় শ্রমিকরা বলেন, গতকাল মঙ্গলবার বেলা ৩টায় আলমডাঙ্গার ভাংবাড়িয়া বাজারের পাশে বজলুর রহমানের স’মিলে মিনারুল ইসলাম (২১) সহ ওই মিলের ২-৩ জন শ্রমিক কাঠ চেরায় করছিলো। অসাবধানতা বশত মিনারুল ইসলামের বাম হাতের একটি আঙ্গুল ওই মিলের কড়াতে কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মিলের অন্যান্য  শ্রমিকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a comment