মুজিবনগর আদর্শ মহিলা কলেজে নবীন বরণ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর আদর্শ মহিলা কলেজে নবাগত ছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাগতদের বরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। সভাপতিত্ব করেন কলেজ গভার্নিং বডি সভাপতি ওয়াজেদ আলী। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা আ.লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আলহাজ আস্কার আলী, সহসভাপতি আলহাজ আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, জহিরুল ইসলাম, ইউপি আ.লীগ সভাপতি মজিবুর রহমান, মোস্তাকিম হক খোকন কমান্ডার, রফিকুল ইসলাম রফা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ সাকিব, অত্র কলেজের প্রথম জমিদাতা আবু সাইদ, ইউপি বিএনপির সাবেক সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা পরিবেশন করে ছাত্রীসহ স্থানীয় শিল্পিবৃন্দ।

Leave a comment