ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো বাংলাদেশ যুব গেমস

ইসলাম রকিব: ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো বাংলাদেশ যুব গেমস। গত সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গার কৃতিসন্তান মিনিস্টার মাইওয়ানের স্বত্বাধিকারী আব্দুল লতিফ খান যুবরাজ। উদ্বোধনী দিনে দ্বৈত ব্যাডমিন্টন পুরুষ (যুবক) বিভাগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হৃদয়-রিপন জুটি ২-১ সেটে আলমডাঙ্গা উপজেলার তানভীর-রাজ জুটিকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। একক বিভাগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিশাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলা (যুবতী) বিভাগে দ্বৈত ব্যাডমিন্টনে দামুড়হুদা উপজেলার ইশরাত জাহান এশা জুটি চুয়াডাঙ্গা সদর উপজেলার ওয়াসফিয়া জোয়ার্দ্দার পর্না জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয় দামুড়হুদা উপজেলার ইশরাত জাহান এশা। গতকালের খেলাগুলো পরিচালনা করেন কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান, মহসিন রেজা ও জয়। এছাড়া বাংলাদেশ যুব গেমসে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে, কাবাডি ও হ্যান্ডবল অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এবং আর্চারি অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে।

Leave a comment