দর্শনায় রশিক শাহ মাজারের অদূরে অজ্ঞাত বৃদ্ধের লাশের মিলেছে পরিচয়

কার্পাসডাঙ্গা সুবলপুরের বুদ্ধি প্রতিবন্ধী এরশাদের দাফন সম্পন্ন

কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনায় রশিক শাহ মাজারের অদূরে অজ্ঞাত বৃদ্ধের লাশের মিলেছে পরিচয়। নিজ গ্রামে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। জানা গেছে গত রোববার মাজারের অদূরে যে বৃদ্ধের লাশ পাওয়া গেছে তার বাড়ি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে। সে স্কুলপাড়ার মৃত কোবাত আলী বিশ্বাসের ছেলে এরশাদ আলী (৭০)। গতকাল সোমবার সকালে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় মৃত ব্যক্তির লাশের ছবি দেখে পরিবারের লোকজন সনাক্ত করেছে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তার মৃত দেহ নিয়ে গতকাল আছর বাদ সুবলপুর কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এরশাদ ৩ সন্তানের জনক। মৃত এরশাদের ছেলে শরিফ বিশ্বাস জানান আমার বাবা গত শনিবার বেলা ৩টায় ৪০ টাকা নিয়ে রঘুনাথপুরে হাটে কলা কিনতে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত গড়িয়ে গেলেও তিনি বাড়িতে আর ফেরেননি। বাড়ি থেকে কোথাও যায় না, তবে নিজ আত্নীয়-স্বজনদের বাড়িতে তিনি যেতে চান প্রায় কিন্তু তিনার মাথায় একটু সমস্যার কারণে আমরা তাকে বাড়ি থেকে কোথাও যেতে দিতাম না। তিনি আরও জানান দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গ্রামের কিছু লোকজন আমার বাবার লাশের ছবি দেখে সনাক্ত করতে পেরে বাড়িতে সংবাদ দেয়। এরপর আমরা লাশ আনতে যায়। এদিকে গতকাল সোমবার আছর বাদ সুবলপুর কবরস্থানে মুসল্লিদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।