জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিএনপির ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীর ভোট করতে বাধা প্রদান করছে। তাদেরকে হুমকি-ধামকিসহ মারপিট করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবর বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিখিত এ অভিযোগ করেছেন বলে জানা গেছে। এ ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজা মিয়া নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে একজন জনপ্রতিনিধিকে সরকারি গাড়ি নিয়ে প্রচারণায় এসে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন।
অভিযোগে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামানের পক্ষে ভোট করার জন্য গত রোববার বিকেলে তহুরা খাতুন, পারভিন ও মাবিয়া খাতুন মনোহরপুর আবাসনের সামনে এলে তাদেরকে ভোট না করে বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি-ধামকি প্রদান করা হয়। তারা যেতে না চাইলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন খানের কর্মী হিসেবে পরিচিত মনোহরপুর গ্রামের নিমাই মৃধার ছেলে আব্দুস সালাম ও আলাউদ্দিনের ছেলে সাগরসহ ৩-৪ জন তাদের দিকে তেড়ে আসে এবং মাবিয়াকে মারপিট করে জখম করে। এ ঘটনার পর রাতে আবার মনোহরপুর সর্দারপাড়ার ইনুর চায়ের দোকানের সামনে অবস্থানকালে তার কর্মী আব্দুল খালেক প্রধানকে ভোট না করে চলে যেতে বলে। না গেলে তাকে খুন-জখমের হুমকি দেয়া হয়।
চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান জানান, হুমকি-ধামকির কারণে তার কর্মী-সমর্থকেরা নির্বাচনী মাঠে দাঁড়াতে পারছেন না। চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে চেয়ারম্যান প্রার্থীসহ কর্মী-সমর্থকদের। এ অবস্থার প্রতিকার চেয়ে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরে গতকাল সোমবার অভিযোগ দায়ের করেছেন।