জীবননগর ব্যুরো: হতদরিদ্র ছোট ভাই ও তার স্ত্রীকে জমি-জায়গা নিয়ে কারণে-অকারণে মারপিট করা হয়। সর্বশেষ শনিবার জিয়াউর রহমানের স্ত্রী নিলুফা ইয়াছমিনকে মেরে জখম করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভাসুর ও তাদের স্ত্রীদের নামে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। নিলুফা ইয়াছমিন ৪ জনকে বিবাদী করে গতকাল সোমবার এ অভিযোগ দায়ের করেন।
গোয়ালপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে জিয়াউর রহমানের স্ত্রী নিলুফা ইয়াছমিনের লিখিত অভিযোগে জানা যায়, জিয়ার সাথে ১৬ বছর আগে তার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। তার স্বামী হতদরিদ্র। কাজের স্বার্থে প্রায় তাকে বাইরে থাকতে হয়। জমি-জায়গা কেন্দ্র করে মাঝে-মধ্যেই মৃত আনছার আলীর ছেলে ইউনুছ আলী ও মারজিন আলী, ইউনুছের মেয়ে ফাহিমা খাতুন ও মালেকা বেগম তাদেরকে অমানুষিকভাবে নির্যাতন করে থাকে। গত শনিবারও নিলুফাকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়। ধারাবাহিকভাবে নির্যাতন করতে থাকায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ অবস্থায় বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।