চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশে সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।
চুয়াডাঙ্গায় জেলা বিএনপি কেদারগঞ্জ দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আরশেদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু। ১নং ওয়ার্ড কাউন্সিয়র জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, পৌর সিনিয়র সহসভাপতি ইন্তাজ আলী, জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক হাজি মান্নান, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, জেলা ছাত্রদল সদস্য সাইফুর আলম সুমন, জেলা যুবদল সদস্য আরিফ হোসেন, পৌর যুবদল যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান, যুগ্মআহ্বায়ক সালমান হক উজ্জ্বল, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, আনছারুল হক ও ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি শেখ সাঈদ আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা শ্রমিকদল সভাপতি আহসান হাবিব সোনা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি হাজি ফজলু খান, আব্দুস সামাদ ও হাবিব ইকবাল, জেলা তাঁতিদল সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানুল কবীর, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, সাধারণ সম্পাদক মাজেদ আলী, যুবনেতা জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্মআহ্বায়ক তোফায়েল আহমেদ ও আজিমুদ্দিন গাজি, পৌর বিএনপির যুগ্মসম্পাদক আবু ইউসুফ মিরণ, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খাঁ, জেলা কৃষক দলের যুগ্মসম্পাদক আরমান আলী প্রমুখ।

Leave a comment