স্টাফ রিপোর্টার: শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত ককেদিনে তরতর করে নেমেছে তাপমাপা যন্ত্রের পারদ। গতকাল রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সাতক্ষীরায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
এবার শীত শুরু হতে না হতে নিম্নচাপ উত্তরের হিমেল হাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে শীতের তীব্রতা কমে গরমের আবহাওয়া সৃষ্টি হয়। তবে গত ক’দিনে পরিস্থিতি বদলে শীত ফিরেছে তার নিজের ছন্দে। পোষের শুরুতে শীতের আমেজ গ্রাম-বাংলায় কুমড়ো কলাইর বড়ি দেয়ার পরিবেশ সৃষ্টি করেছে। শহরেও তার ছোয়া রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মরসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।