দামুড়হুদার বিষ্ণুপুরে বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর উদয়ন সংঘের আয়োজনে মহান বিজয় দিবসের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বিষ্ণুপুর ফুটবলমাঠে জুড়ানপুর একাদশ ও বিষ্ণুপুর উদয়ন সংঘের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। জুড়ানপুর একাদশ টসে জিতে বিষ্ণুপুর উদয়ন সংঘকে ব্যাটিঙের আমন্ত্রণ জানায়। বিষ্ণুপুর উদয়ন সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জুড়ানপুর একাদশ ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন জুড়ানপুর একাদশের সাইদ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিষ্ণুপুর উদয়ন সংঘের লাল্টু। খেলায় আম্পায়ার ছিলেন আবু সাইদ। ধারাভাষ্য দেন সাফায়েত হোসেন।
খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আহসান উজ জামান সৌরভের সভাপতিত্বে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাংগঠনিক স¤পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক সাইদুর রহমান সন্টু, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি অ্যাড রেজাউল হক রেজা, সাধারণ স¤পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মতিয়ার রহমান মতি, মতিয়ার রহমান মন্টু, ইদ্রিস আলী, আশাবুল হক, ইসলাম উদ্দিন, দীন মোহাম্মদ, ইউনুচ আলী, ইউপি সদস্য আইন উদ্দিন, তরিকুল ইসলাম, মোজাফফর হোসেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ স¤পাদক একরামুল হক, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম উদ্দিন খুশি, সাধারণ স¤পাদক আব্দুল করিম, যুগ্মস¤পাদক মিজানুর রহমান, প্রচার স¤পাদক আহসান কবির বাদশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাজু আহমেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিকসহ প্রমুখ।