স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে চুয়াডাঙ্গায় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে র্যালি বের করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বর মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসন চত্বরে ফিরে আসে। ‘জয় হোক জয় সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত র্যালিটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ। উল্লেখ্য দেশব্যাপী ৬৪টি জেলায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদেরকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু করা হবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বালক-বালিকা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, হকি, দাবা, সাঁতার, আরচারি ও অ্যাথলেটিক্স। অনূর্ধ্ব ১৭ খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিস্তারিত গত ১৪ ডিসেম্বর প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা উল্লেখ আছে।