স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও স্কুলের দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা। জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন মামলার বাদী আব্দুল হাকিম। গতকাল রোববার লিখিত অভিযোগটি জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে। লিখিত অভিযোগে নিয়োগ প্রক্রিয়ার কাজ যেন না হতে পারে সেই দাবি জানানো হয়েছে। লিখিত অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক (ডিসি) ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম গং সম্প্রতি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি সহিদুল হক, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, দামুড়হুদা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, এডহক কমিটির সদস্য মিয়াজান ও শিক্ষক প্রতিনিধি মশিউর রহমানের নামে অবৈধ কমিটি গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম না করার জন্য নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় একটি পত্রিকায় গত ১৪ ও ১৫ ডিসেম্বর বিদ্যালয়ের দফতরী ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মামলার বাদী আব্দুল হাকিম বিদ্যালয়ের অবৈধ কমিটি কোনো কাজ করতে না পারে সে জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।