স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলা সদরের আকন্দবাড়িয়া থেকে মাদকব্যবসায়ী আবুল কালাম ওরফে কালুকে ফেনসিডিলসহ আটক করেছে। আটককৃত কালু চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তমালতলাপাড়ার আলম মণ্ডলের ছেলে ও এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা কালুকে তার নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ আটক করেছে। অপর দিকে আকুন্দবাড়িয়া নদীপাড়ার মৃত আজিবর রহমানের স্ত্রী শাহানারার ঘর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় শাহানারা পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়ার তমালতলাপাড়ার আবুল কালাম ওরফে কালুর (৩৪) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। কালুর স্বীকারোক্তিতে তার ঘর থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে দুপুর দেড়টায় আকন্দবাড়িয়ার নদীপাড়ার শাহানারার (৪২) বাড়িতে অভিযান চালালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক শাহানারার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আবুল কালাম ওরফে কালুকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।