বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রোববার বিকেল ৩টায় ৪৭তম আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি শফিুকর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলা আল সামী। এছাড়াও আলোচনা রাখেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, সরোজগঞ্জ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, ফজলুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠনটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম হোসেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার পূর্ব জোন এলাকার ২০ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান শীতকালীন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যা শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে।