দর্শনা অফিস: দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। এ দাবি আদায়ের লক্ষ্যে বহুদিন থেকেই চলছে আন্দোলন সংগ্রাম। দর্শনাবাসীর অনেকদিনের এ কাঙ্খিত দাবি প্রায় পূরণের দ্বারপ্রান্তে। এরই মধ্যে বন্দর বাস্তবায়নে অনেক পথ এগিয়েছে। চলছে কার্যক্রম। স্থলবন্দর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ কাজ করছেন নীরলসভাবে। গতকাল শনিবার ছিলো মহান বিজয় দিবস। এ দিনে দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ মহান বিজয়ের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করলেন ভারতের প্রতিনিধিদলের সাথে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা জয়নগর সীমান্তের ৭৬নং মেন পিলারের শূন্যরেখায় আসে ভারতের ৩ সদস্যের প্রতিনিধিদল। এ দলকে বিজয়ের শুভেচ্ছা জানান, দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, ওয়ার্কাসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, বন্দর বাস্তবায়ন কমিটির যুগ্মআহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন, আশরাফুল আলম উলুম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, পৌর কাউন্সিলর চান্দু মাস্টার, আখচাষি নেতা ওমর আলী প্রমুখ। ভারতের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন, গেদে ইমিগ্রেশন অফিসার পিকে বিশ্বাস, কাস্টমস সুপারিনটেন্ডেন সুজিত কুমার রায় ও গেদে বিএসএফ ক্যাম্পের সেকেন্ড অফিসার মুখেশ গোরজার। এ সময় দর্শনা স্থলবন্দর বাস্তবায়নের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। পরে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রতিনিধিদলকে মিষ্টি মুখ করানো হয়।