স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজয় দিবসসহ প্রতিটি জাতীয় দিবসে প্রতি বছর আলোকসজ্জ্বা করা হয়ে থাকে। কিন্তু এবছরের বিজয় দিবসে ঘটেছে ব্যতিক্রম। আলমডাঙ্গা থানাসহ অনেক সরকারি-বেসরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আলোকসজ্জ্বা করা হলেও মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিলো অন্ধকারে নিমজ্জিত।
কিন্তু কেন মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিজয় দিবসের নিকষ আঁধারে রাখা হয়েছে? তার উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, ইতোমধ্যে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে কোনো কমিটি নেই। নতুন কমিটির হাতে দায়িত্ব ন্যস্ত না হওয়া পর্যন্ত ভবনটির দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের। ভবনটির বর্তমান তত্ত্বাবধায়ক উপজেলা নির্বাহী অফিসার আলোকসজ্জ্বার ব্যাপারটি অপেক্ষা করেছেন।
যাদের সর্বোচ্চ ত্যাগ আর আত্মোৎসর্গে এ মহান বিজয় দিবস অর্জিত হয়েছে, তাদের স্মৃতির প্রতি সম্মানে নির্মিত সুদৃশ্য মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে আলোকসজ্জ্বা না করার ঘটনা খুব স্বাভাবিকভাবেই স্পর্শ করেছে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলকে। তাদের অনেকেই গতকাল শনিবার বিজয় দিবসে প্রকাশ্যে এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান এম সবেদ আলী বলেন, এটা গর্হিত কাজ। আজ বিজয়ের দিনে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনকে অবজ্ঞা করা, বঙ্গবন্ধুর মোরালকে অবজ্ঞা করা তো যাদের আত্মোৎসর্গের কারণে এ দেশ স্বাধীনতা অর্জন, তাদেরকে অবহেলা করার সামিল। যেই কর্মকর্তার অবহেলার কারণেই এটা ঘটে থাকুক না কেন, এটা ক্ষমাহীন অপরাধ। লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে এমন কর্মকর্তার প্রয়োজন আছে বলে মনে করি না।
ছবিঃ আলমডাঙ্গা মুক্তিযোদ্দা কমপ্লেক্স।