র্যালিতে বিএনপির একাংশকে টপকাতে ওপর অংশের নিয়মভঙ্গ
দর্শনা অফিস: গতকাল ১৬ ডিসেম্বর ছিলো মহান বিজয় দিবস। দিবসটি যথাযথা মর্যাদার সাথেই পালন করা হয়েছে। দিনভর সকল আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলেও দিনের শুরুতে কিছুটা বিঘিœত হয়েছে। বিএনপির একাংশ ওপর অংশকে নিজেদের অবস্থান মজবুত বুঝাতে গিয়ে পরেছে বিপাকে। সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। ঘটেছে হাতাহাতির ঘটনা। সকাল ৯টায় দর্শনা কলেজ মাঠ থেকে শৃঙ্খলাবদ্ধভাবে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে যথাক্রমে প্রথমে রাখা হয় মুক্তিযোদ্ধা সংসদ, ২য় স্থরে দর্শনা পৌরসভা এবং ৩য় স্থরে আ.লীগসহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন। র্যালিটি দর্শনা পুরাতন বাজার মোড় অতিক্রম করে রেলগেট নামকস্থানে পৌঁছুলে রেল ইয়ার্ড থেকে বিএনপির একাংশের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয়া বিএনপির ওপর অংশকে নিজেদের মজবুত অবস্থান বোঝাতে নিয়মভঙ্গ করেই মুক্তিযোদ্ধা সংসদের সামনে ঢুকে পরে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পরে র্যালির লোকজনরা। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে শুরু হয় ঠেলা-ধাক্কা ও কিল-ঘুষির ঘটনা। এতে নিয়মভঙ্গকারী বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের মধ্যে বেশ কয়েকজন আঘাত প্রাপ্ত হলেও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছে, কমপক্ষে ১০-১২ কিল-ঘুষিতে আহত হয়েছে। তবে গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পরলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় দর্শনায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চুয়াডাঙ্গা সহকারি সিনিয়র পুলিশ সুপার (জীবননগর-দামুড়হুদা) সার্কেল কলিমুদ্দিন, দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন। এ ঘটনায় দিনভর গ্রেফতারের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ। আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন।