গাংনী প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে বিজলী খাতুন (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে স্বামীর বাড়িতে বিষপান করেন তিনি। বিজলী খাতুন মেহেরপুর গাংনী উপজেলার লক্ষিণারায়ণপুর ধলা গ্রামের কৃষক আরফান আলীর স্ত্রী। ওই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে বিষপান করে বিজলী খাতুন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে বিষ উত্তোলন করার সময় তার মৃত্যু হয়। পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।