আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ দুজনকে আটক করেছে। গত শুক্রবার বেলা ১১টায় আন্দুলবাড়িয়া দোসীমানাপাড়া থেকে তাদেরকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। গতকাল শনিবার আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যনগর গ্রামের মঙ্গল ম-লের ছেলে কাচাঁমাল ব্যবসায়ী নুর হোসেন ও জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ঘুঘরাগাছি গ্রামের মৃত কাদের খানের ছেলে লাল্টু (৩৫) গত সোমবার সকাল ৯টায় মোটরসাইকেলযোগে সন্তোষপুর থেকে আন্দুলবাড়িয়ায় ফিরছিলেন। পথিমধ্যে আন্দুলবাড়িয়া দোসীমানাপাড়ার নিকট পৌঁছুলে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত নূর মোহাম্মদ শাহ ছেলে আব্দুর রশিদ (৩৮) ও আন্দুলবাড়িয়া খাপাড়ার মৃত শেখ সাহাবুদ্দিন এলাহীর ছেলে রিপন শেখ (৩৫) মোটরসাইকেলের গতিরোধ করে দু’পথচারীর নিকট ১২ হাজার ৭শ’ টাকা ছিনিয়ে নেয়। শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই লিটন গাজী ও টুআইসি এএসআই রাহাত এ অভিযোগ পেয়ে বেলা ১১টায় সঙ্গীয় র্ফোসসহ দোসীমানাপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করেন। গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতে সোর্পদ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন।