সৈয়দপুরে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা শুভসকাল কোয়ার্টার ফাইনালে উন্নীত

স্টাফ রিপোর্টার: সৈয়দপুরে আয়োজিত মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব। খেলায় জয়লাভ করায় শুভসকাল ক্লাবের পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সৈয়দপুরে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭’র খেলা গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী পাকেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও সিরাজগঞ্জ জেলাদল। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে শুভ সকাল। ফলে তারা কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। খেলার সার্বিক দায়িত্ব পালন করেন টিমকোচ মিলন বিশ্বাস ও শুভ সকাল ক্লাবের সভাপতি টিম ম্যানেজার মাহবুবুল ইসলাম সেলিম। খেলোয়াড় ছিলেন অধিনায়ক বিপ্পা, সাইদুর, নসরুল, আলম, মিঠু, প্রান্ত, ফরিদ, আরিফ, শাহিন, টোফেল ও তাইবুর। খেলায় জয়লাভ করায় শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বিজয়ী টিমকে অভিনন্দন জানিয়েছেন।