মুজিবনগর মোনাখালী মাঠের ১৫ কাঠা ভুট্টা গাছ কেটে তছরুপ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আমোন গাড়ী মাঠে গত বৃহস্পতিবার গভীর রাতে ১৫ কাঠা জমির ভুট্টা গাছ কেটে তছরুপ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ভুট্টা গাছের চারা কেটে তছরুপ করেছে বলে মুজিবনগর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী মোনাখালী গ্রামের মৃত আমিনউদ্দীনের ছেলে বিল্লাল হোসেন দয়াল। তিনি অভিযোগ লিপিতে মোনাখালী গ্রামের ৩-৪ জনের নামে সন্দেহমূলক অভিযুক্ত করেছেন।
বিল্লাল হোসেন দয়াল বলেন, আমার ক্রয়কৃত ওই জমিটি বিগত ৩৭বছর যাবৎ বিভিন্ন ফসল আবাদ করে আসছি।