মেহেরপুর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের কমিটি অনুমোদন করা হয়েছে। নির্বাচিত কমিটিতে মো. মমতাজ আলীকে সভাপতি ও মো. ছামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যরা হলেন- লালন শেখ সহসভাপতি, মনিরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক কোষাধ্যক্ষ, রবিউল ইসলাম সাংগাঠনিক সম্পাদক ও নাসির আলীকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন্স ও যুগ্ম শ্রম পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান ওই কমিটির অনুমোদন করেন। গত ৪ ডিসেম্বর বিভাগীয় শ্রম অধিদফতর হতে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর নামে একটি ট্রেড ইউনিয়ন প্রদান করা হয়। যার নিবন্ধন নম্বর খুলনা-২২৮৯।