মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মহান বিজয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর ভৈবর নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব নদে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমদহ ইউনিয়ন পরিষদ ও রানার্স আপ হয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদ। প্রতিযোগিতায় সদর উপজেলার ৬টি দল অংশগ্রহণ করে। এরা হলেন, মেহেরপুর পৌরসভা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, আমদহ ইউনিয়ন পরিষদ, আমঝুপি ইউনিয়ন পরিষদ ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ। ভৈরবের যাদবপুর ব্রিজ থেকে থানাঘাট ব্রিজ পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এসময় ভৈরব পাড়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, স্থানীয় সরকার উপপরিচালক খায়রুল হাসান, পৌর চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আমদহ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা দেখার জন্য নদের দুইপাড়ে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

Leave a comment