নিজকে চেনো নিজে

আহাদ আলী মোল্লা

চেহারাতে মানুষ সবাই
ভিন্ন আছে ভিতর,
কেউ তাতে খুব বুনো শুয়োর
কেউ বেতমিজ ইতর।

যায় না চেনা দেখে মানুষ
চকচকা ভাব ওপর,
পাঞ্জাবি প্যান্ট টাই শুটে বা
পাগড়ি জুবা টোপর-

ভিন্নতা নেই এতে কারোর
সবাই হাঁটে দু’পায়,
এসব দেখে কোনো রকম
নেই গো বোঝার উপায়।

আসল মানুষ খাঁটি মানুষ
চেনার উপায় কী যে,
চিনতে হলে মানুষ আগে
নিজকে চেনো নিজে।

 

সূত্র (গাংনীর কাজিপুরে মধ্যবয়সীর লালসার শিকার প্রতিবন্ধী শিশু)