কুড়ুলগাছি প্রতিনিধি: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সূর্যদ্বয় ক্লাবের সভাপতি শাহিরুল মাস্টারের সভাপতিত্বে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জেলা আ. লীগের সহ সভাপতি রহমতুল্লা। বিশেষ অতিথি ছিলেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ুলগাছি মাথাভাঙ্গা প্রতিনিধি হাসেম রেজা হাসমত, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহম্মদ রিংকু, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমযান আলী। উদ্বোধনী খেলায় দামুড়হুদা একাদশ কুনিয়াচাঁদপুরকে ২ উইকেটে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন আবু হাসেম, মিজানুর রহমান, সাদ্দাম, সাগর, শাহিন প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাকিম ও সাগর আহম্মদ।