ট্রেনযোগে চুয়াডাঙ্গায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে

সর্বস্ব হারিয়েছেন আরএফএল’র বিক্রয় প্রতিনিধি সেলায়মান
স্টাফ রিপোর্টার: খুলনা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন আরএফএল’র বিক্রয় প্রতিনিধি সোলায়মান হক (৩৪)। গতকাল শুক্রবার সকালে গোয়ালন্দঘাটগামী ট্রেন নকশিকাঁথা থেকে তাকে অচেনত অবস্থায় চুয়াডাঙ্গা স্টেশন প্লাটফর্মে নামিয়ে দেয়া হয়। পড়ে থাকতে দেখে জিআরপি সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।
অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব হারানো সোলায়মান হক চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের খেজুরতলা ঈদগাপাড়ার আক্তার আলীর ছেলে। জ্ঞান ফেরার পর সে এ পরিচয় দিয়ে বলেছে, আরএফএল’র খুলনা এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। গতকাল শুক্রবার ভোর রাতে গোয়ালন্দঘাটগামী ট্রেনে ওঠে। এরপর কে বা কারা অজ্ঞাত পদার্থ সেবনে কিংবা অন্য কোনো উপায়ে অজ্ঞান করে কাছে থাকা স্মার্টফোনসহ নগদ টাকা হাতিয়ে নিয়েছে। তবে পকেটে ঠিক কতটাকা ছিলো তা অবশ্য বেঘরে থাকা সোলায়মান মনে করতে পারছেন না।
চুয়াডাঙ্গা স্টেশনে কর্মরত একাধিক ব্যক্তি বলেছেন, দীর্ঘদিন ধরেই ট্রেনে অজ্ঞানপার্টির উৎপাত পরিলক্ষিত হয়ে আসছে। ওদের তেমন ধরা পড়ে না। অজ্ঞানপার্টির খপ্পরে পড়েও তেমন কেউ মামলাও করেন না। মামলা করতে যেতে হয় রেলওয়ে পুলিশের থানায়। কে যাবে সেখানে? ফলে মামলা হয় না, ধরাও পড়ে না। দাপটের সাথেই প্রতারকচক্র প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে।