চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি, ছবি অঙ্কন, হস্তলিখন ও সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন জেলা লেখক সংঘের প্রধান উপদেষ্টা জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তজা, কেরু অ্যান্ড কোং দর্শনার সিনিয়র ডিজিএম ও চুয়াডাঙ্গা লেখক সংঘের সভাপতি ডা. শাহিনুর হায়দার, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, যুগ্ম সম্পাদক শোয়েব দরবেশ, আব্দুল আলিম, তেতুল শেখ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি, বড়শলুয়া মডেল কলেজের পক্ষে প্রভাষক বিল্লাল হোসেন, বিশেষ কবিতা পাঠ করেন মোখলেচুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তেতুল শেখ কলেজের প্রভাষক রেজাউল করিম।