গাংনীতে অবৈধ যানের ধাক্কায় শিশু নিহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে মাটি বহনের অবৈধ যানের (লাটাহাম্বার) ধাক্কায় উম্মে হালিমা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। উম্মে হালিমা সাহেবনগর গ্রামের কৃষক আবু শামার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যায় উম্মে সালমা। গ্রামের প্রধান সড়ক পার হওয়ার সময় একই গ্রামের মাহফুজ আলমের স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান তাকে ধাক্কা দেয়। রক্তাত্ব জখম হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। স্থানীয়রা অবৈধযান চালক মাহফুজকে আটক করা হয়েছে। পরে অবশ্য স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হলে মরদেহ দাফন করা হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়ভাবে তারা বিষয়টি মিমাংসা করে নিয়েছেন।

Leave a comment