আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা একাদশ বনাম ভেড়ামারা একাদশ। ভেড়ামার একাদশ ১৮ ওভারে ২২৫ রান করে জয় লাভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজপাড়া একাদশের সভাপতি হাজি মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, গাফফার, মতিয়ার রহমান ফারুক, আলমডাঙ্গার সাবেক একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী অফিসার আনোয়ার হোসেন, ব্রাইট মডেল স্কুলের পরিচালন জাকারিয়া হিরো, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা, আলমগীর মন্ডল। কলেজপাড়া একাদশের সেক্রেটারি সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন হাসেম, সেলিম, অঞ্জন, বিজয়, সজিব, রমজান, সোহান, জয়, আশরাফুল, অনিক প্রমুখ। খেলায় ধারা বিবরণী করেন জুয়েল। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাবু ও জুয়েল।