মুহূর্তেই জরুরি সেবা ৯৯৯ থেকে

স্টাফ রিপোর্টার: কোনো খরচ (টোল) ছাড়াই এখন থেকে সাধারণ মানুষ ৯৯৯ নম্বরে কল করে জরুরি সেবা নিতে পারবেন। একই নম্বরে ফোন করে পুলিশ, দমকল বাহিনী কিংবা অ্যাম্বুলেন্স সেবা পাবেন। কোনো অপরাধ চোখে পড়লে সঙ্গে সঙ্গে ওই নম্বরে কল করে তা জানাতে পারবেন যে কেউ। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার আবদুল গনি রোডে মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে জাতীয় জরুরি এ সেবা-৯৯৯ কেন্দ্রের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফলক উন্মোচনের পর এক অনুষ্ঠানে সজীব ওয়াজেদ বলেন, এই সার্ভিসের মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের মানুষ মুহূর্তেই পুলিশের সহায়তা পাবেন। পুলিশের সদস্যরা এই কল সেন্টারে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। সজীব ওয়াজেদ বলেন. আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এখন থেকে বাংলাদেশেও ৯৯৯ নম্বরে ডায়াল করে দেশের যে কোনো জায়গা থেকে সব সেবা পাওয়া যাবে। ওসমানী মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৯৯৯-কে মাইলফলক উল্লেখ করে বলেন, ঢাকাকে ‘সেফ সিটি’ করার যে পরিকল্পনা, এটি তার একটি।
আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ এখন অবস্থান করছে, সেটি নিশ্চিত করতে হলে নিরাপত্তার কোনো বিকল্প নেই। ঢাকাকে সেফ সিটি হিসেবে গড়ে তুলতে ইন্টারপোল এখন বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে। ই-পাসপোর্ট, ই-গেট এবং আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন তৈরি করা হয়েছে। ফায়ার সার্ভিসকেও যুগোপযোগী করা হচ্ছে।’