আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় মিরপুর থানার নগরবাঁকার উজ্জলকে আটক করেছে। গতপরশু রাতে শহরের টার্মিনাল এলাকায় চুলাই মদ খেয়ে মাতলামি করার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার নগরবাঁকা গ্রামের হায়েত আলীর ছেলে উজ্জল হোসেন (২০) ট্রাকের হেলপার। গত সোমবার রাতে চুলাই মদ খেয়ে আলমডাঙ্গা টার্মিনাল এলাকায় মাতলামি করার সময় এএসআই খালেদ তাকে আটক করে। পরে তাকে থানায় নেয়া হয়। সকালে উজ্জকে আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।