দৌলতপুরে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম (১৪) নামের এক স্কুল ছাত্র ডুবে মারা গেছে। সে বৈরাগীরচর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে এবং বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার বেলা ২টায় বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম ও তার বন্ধুরা দুপুরে বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। হঠাৎ মাহিম পানির নিচে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে মাহিমকে নদী থেকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাহিমের মৃত্যু হয়েছে।

Leave a comment