দামুড়হুদা পুলিশের মাদকবিরোধী অভিযান : ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান গতকাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের রহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমান (২৮) এবং দামুড়হুদা দশমীপাড়ার মৃত তাইজেলের ছেলে সুজন (২৬) গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা রেলস্টেশন এলাকায় গাঁজাসেবন করছে এমন গোপন সংবাদ পেয়ে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইনের নেতৃত্বে এএসআই লাভলু ও এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করেন। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আটক ওই দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। এছাড়া গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মোক্তারপুরস্থ কাতলামারীর ব্রিজের নিকট থেকে চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড়ের মনিরদ্দিনের ছেলে তারাচাঁদকে (৪০) ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তারাচাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।