দর্শনা অফিস: দর্শনা তদন্তকেন্দ্র পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইনের নেতৃত্বে এএসআই লাভলু ও মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা বাসস্ট্যান্ডে। অভিযান চালিয়ে গ্রেফতার করে দক্ষিণচাঁদপুর গ্রামের রহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমান (২৮) ও দামুড়হুদা দশমীপাড়ার তাইজেল আলীর ছেলে সুজন মিয়াকে (৩২)। তাদের দেহতল্লাশি চালিয়ে উদ্ধার করে ৫০ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃতদের হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান মাদকদ্রব্য আইনে গ্রেফতাকৃতদের ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মোবাইল কোর্ট পেশকার জিহন আলী, এএসআই মনিরুল ইসলাম, টেকনিশিয়ান দিনার আলী। গতকালই হাবিবুর ও সুজনকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।