ঝিনাইদহের সাগান্নায় শত্রুতা করে ১৮ শতক জমির সিম গাছ কর্তন

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের এক কৃষকের ১৮ শতক জমির সিম গাছ কেটে সাবাড় করে দিয়েছে শত্রুতার জেরধরে। গিলাপোল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের সাথে পূর্বশত্রুতার জের ধরে ভাতুড়ীয়া গ্রামের শহীদ মিয়া ও তার ছেলে সিম গাছ কেটে দিয়েছে বলে কৃষক আব্দুল কুদ্দুস অভিযোগ করেছেন। কৃষক আব্দুল কুদ্দুস এর পিতা জসিম উদ্দীন জানান কয়েক দিন আগে ধানের জমিতে পানি দেয়া নিয়ে শহীদ এর সাথে ঝগড়া-বিবাদ হয়। এ সময় প্রকাশ্যে শহীদ বলেন তোর জমির সিম গাছ কেটে দেবো পারলে ঠেকাস। এবিষয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই হাছান জানান ঘটনা স্থান পরিদর্শন করেছি সিম গাছ কাটার অভিযোগ সত্য। তবে তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে ড. খান মনিরুজ্জামান বলেন কৃষকের ক্ষতি কিছুতেই মেনে নেয়া যাবে না। ইতমধ্যে আমাদের উপসহকারী অফিসারকে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করতে পাঠিয়েছি।