স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা
জীবননগর ব্যুরো: সরকারের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম। গতকাল মঙ্গলবার দেশের ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের এ তালিকায় সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সম্মতির খবরে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা ছড়িয়ে পড়েছে। সরকারিকরণের এ ঘোষণায় বিদ্যালয়ের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের।
গতকাল মঙ্গলবার দৈনিক শিক্ষা ডট কমের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে জানা যায়, সর্বশেষ দেশের বিভিন্ন জেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। গতকাল দুপুরে তিনি জাতীয়করণের এ তালিকায় সম্মতি দান করেন। তালিকায় চুয়াডাঙ্গা জেলার মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। জাতীয়করণ কার্যক্রমের পূর্বের ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য স্কুলগুলোর নামের তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তালিকাভুক্ত ৩৭টি স্কুল জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শন ও প্রতিবেদন পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে। একইসঙ্গে তালিকাভুক্ত স্কুলগুলোর সব ধরনের নিয়োগ ও পদোন্নতি বন্ধ এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে স্কুল জাতীয়করণের খবরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
১৯৭৪ সালে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হানুফা খাতুন বিদ্যালয়টি জেলার মধ্যে একটি অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক বিদ্যালয়টির নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুলটিতে স্মার্ট ক্লাসরুম ও আধুনিক আইসিটি লার্নিং সেন্টারও রয়েছে। সহশিক্ষা কার্যক্রমে ৫ বার জাতীয় পুরষ্কার লাভ করেছে এ বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার ১০৭জন ছাত্রী অধ্যায়নরত রয়েছে। কর্মরত রয়েছেন ৩৭জন শিক্ষক-কর্মচারী।