চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টোকন মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় জরুরিসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক পদ্মা জুয়েলার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম টোকন মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সংগঠনের বাদুরতলা কার্যালয়ে সভার আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম জোয়ার্দ্দার টোকন মিয়ার ওপর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ৭-৮ জন দুষ্কৃতী চাঁদাদাবি ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় টোকন মিয়া চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করলেও পুলিশ প্রশাসন গতকাল মঙ্গলবার পর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আসামিদের গ্রেফতারের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী হাতে নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, যুগ্মসাধারণ সম্পাদক একেএম মঈননদ্দীন, সিনিয়র সহসভাপতি এম জেনারেল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দীন হেলা, দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন, বাস মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক বদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি আবুল কালাম, ট্রাক মালিক গ্রুপের যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর কবীর, সদস্য মাহমুদুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক শেখ সাদী, দোকান মালিক সমিতির সদস্য আবুল কালাম, ব্যবসায়ী মিজানুর রহমান, আফজালুল হক, মিতেন কুমার প্রমুখ।