চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এ প্রস্তুতিসভার আয়োজন করে। দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন। সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, পৌঁনে ৭টায় শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌঁনে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান, ৭টায় শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী ও সাড়ে ৯টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি। প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. হেলালসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।